Use your Android phone as a webcam

Use your Android phone as a Webcam |আপনার মোবাইল ফোন টিকে বানিয়ে ফেলুন webcam .

To


আজকের এই করোনা মহামারী তে আমাদের সকলের জীবন ঘর বন্দি হয়ে গেছে, যারা ব্যাবসায় মানুষ তাদের ঘরের বাইরে যেতে হয়। কিন্তু যারা কোনো সরকারি ও বেসরকারী সংস্থার সাথে যুক্তো এবং বিদ্যালয়ের ছাত্র ছাত্রী তাদের পড়া শোনা কাজ কর্ম সব কিছুই ইন্টারনেটের মাধ্যম হয়ে গেছে। যারা অফিস এর কর্মচারি তাদের মিটিং এবং ছাত্র ছাত্রীদের ক্লাসের সব কিছুই হচ্ছে Google meet অথবা বিভিন্ন অনলাইন মাধ্যমে, সাধারণত সেগুলি ফোনের মাধ্যম এই হয়ে যায়। কিন্তু অনেক সময় ফোন এর পরিবর্তে প্রয়োজন হয় ল্যাপটপ / কম্পিউটারের , এছাড়াও অনেক ছোট ছাত্র ছাত্রীর বাড়িতে তাদের ফোনের বদলে ল্যাপটপ / কম্পিউটারের মাধ্যমে ক্লাস করতে হয় কারণ অনেক সময় মোবাইলের ছোট স্ক্রিনের কারণে  অনেক টাই সমস্যার সম্মুখীন হতে হয়। 

যেখানে প্রয়োজন হয় একটা webcam এর, মোবাইলে /ল্যাপটপে যেটা হয়তো প্রথম থেকেই থেকে থাকে কিন্তু কম্পিউটের ক্ষেত্রে সেটা আলাদা করে কিনতে হয় যেটার সর্বনিম্ন মূল্য প্রায় ৮০০-১০০০ টাকা, আরো উচ্চ মূল্যের ও পাওয়া যায়। সব কিছুর পূর্বে টাকাটাও একটা ব্যাপার হয়ে যায়। চিন্তা করবেন না তার একটা সুন্দর বিকল্প যেটা আমি আজ আপনাদের বলবো।

যদি আপনার কাছে থেকে থাকে একটা নিম্নমানের মোবাইল তাহলে আর বাজারে গিয়ে webcam কেনার কোনো দরকার নেই, বদলে  এক্ষুনি আপনার মোবাইল টাকে বানিয়ে ফেলুন webcam, আশ্চর্য হচ্ছেন ! হ্যা শুধু মাত্র আমার দেওয়া কিছু স্টেপ ফলো করুন আর তারপর নিজেই দেখে নিন।।

🌍🙏🏻আপনাকে Your knowledge এ স্বাগত 🙏🏻🌍

১. সর্ব প্রথমে আপনার মোবাইলে ডাউনলোড করুন এই "DroIdcam". 
যেটা আপনি আপনার Google Play store এ পেয়ে যাবেন তাই আমি আর লিংক দিচ্ছি না। 
Play store এ গিয়ে লিখুন Droidcam। 
 যেটা দেখতে এরকম দেখাবে। (এটা ফ্রী/ Free)

 *বিশেষ করে খেয়াল রাখবেন লোগোটার ওপর, অনেক ঠিক এরকম দেখতে আর একটা রয়েছে যেটা টাকার বিনিময়ে কিনতে হয়।*

২. কম্পিউটার এ ডাউনলোড করার জন্য নিচের এই লিংক এ ক্লিক করুন।
                                     
                                    Link :  

৩. লিংক এ ক্লিক করার পর এই লেখার ওপরে ক্লিক করুন।
৪. ডাউনলোড হয়ে গেলে ইনস্টল করুন আপনার কম্পিউটারে।

৫. এটিকে ওপেন করুন এবং USB option টাকে বেছে নিন।

আপনার  কম্পিউটারে এতদূর করার পর চলে আসুন আপনার মোবাইলে।

১. আপনার মোবাইলের সেটিংস টা অন করুন।

২. চলে আসুন এই option এ।


৩. এরপর ক্লিক করুন এর ওপর।


৪. এই option এর ওপর ৭ বার ক্লিক করুন না থেমে।


৫. হয়ে যাওয়ার পর , ফিরে আসুন সর্ব প্রথমে এবং ক্লিক করুন এই option এ।


৬. এরপর অন করুন এই option টাকে।

এই সমস্ত কিছু হয়ে যাওয়ার পর আপনার মোবাইল টাকে USB কেবিল এর মাধ্যমে কম্পিউটার এর সাথে কানেক্ট করুন এবং আপনার মোবাইলে Droidcam app টা অন করুন শুধু অন করবেন আর কিছু করবেন না। 

তারপর দেখুন হলুদ চিহ্নহিত করা জায়গায় আপনার মোবাইলের মডেল নম্বর টা দেখাবে
এরপর Start button এ ক্লিক করুন এবং দেখে নিন আপনার মোবাইল টা webcam এর কাজ করছে। 
আপনার কম্পিউটার স্ক্রিনে যা  অন আছে সেগুলো কে minimize করুন আর সমস্ত প্রয়োজনীয় কাজ করুন।

এই বিকল্প যদি সত্যিই আপনার কর্মদায়ক হয় তাহলে কমেন্ট করে অবশ্যই বলুন। আর আরো অনেক এরকম তথ্য পেতে আমাকে ফলো করুন

🙏🏻 অনেক অনেক ধন্যবাদ 🙏🏻





Comments